-
কিভাবে এন এ ভি (NAV) এর ভিত্তিতে ভাল শেয়ার খুজে বের করবেন?
১। Company List হতে যে কোন একটি সেক্টর নির্বাচন করুন
২। Financial Graph বাটন সিলেক্ট করুন।
All Charts এই Option টি Select করলে নিম্নের মত ফাইন্যান্সিয়াল গ্রাফ দেখাবে।
৩। NAV অপশন সিলেক্ট করুন
নেট এসেট ভ্যালু (NAV) গ্রোথ চার্ট শো করবে
৪। এবার সিলেক্ট নেক্সট কোম্পানি এবং সিলেক্ট প্রিভিয়াস কোম্পানি বাটন এ ক্লিক করে এনালাইসিস করুন আপনার সিলেক্ট করা সেক্টর এর মধ্যে NAV গ্রোথ কোন কোম্পানির বেশী।
৫। আপনার খুজে বের করা শেয়ার গুলো কে বুকমার্ক করে রাখুন, যেন পরে সহজে সেগুলো নিয়ে কাজ করতে পারেন।