-
কিভাবে RSI Indicator এর বাই সেল সিগ্ন্যাল প্রাইস গ্রাফ এ দেখবেন?
প্রাইস গ্রাফ দেখার জন্য Company Analysis থেকে Complete Analysis মেনু ক্লিক করুন। এরপর যে কোন কোম্পানী সিলেক্ট করুন যার Price Graph আপনি দেখতে চাচ্ছেন।
এরপর প্রাইস গ্রাফ (Price Graph) বাটন এ ক্লিক করুন।
দেখুন প্রাইস গ্রাফ Show করছে।
এবার উপরের ইন্ডিকেটর লিস্ট হতে আর এস আই (RSI) সিলেক্ট করুন ।
এবার দেখুন চার্ট এ RSI এর বাই সেল সিগ্ন্যাল প্লট করবে। ব্লু কালার বাই সিগ্ন্যাল আর রেড কালার সেল সিগ্ন্যাল।
Created with the Personal Edition of HelpNDoc: iPhone web sites made easy