-
System Requirements
System Requirements
- Supported Operating System: Any Windows OS like Windows XP, Windows Vista, Windows 7, Windows 8 etc. except Windows 98 and any lower version.
- Processor: Computer with Intel or compatible Pentium III 600 MHz or faster processor (1 GHz or faster is recommended.)
-Minimum of 192 MB of RAM (512 MB or more is recommended.)
-525 MB of available hard disk space
- Best viewed in 1024x768 or any higher resolution.
সফটওয়্যার ইন্সটল করতে গিয়ে যদি কোন ধরণের সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের ইমেইল করে জানান sales@ecosoftbdit.com ঠিকানায়। আমরা Team Viewer সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি আপনার কম্পিউটারে ইন্সটল করে দিব।
মনে রাখবেন সফটওয়্যারটি চালাতে আপনার কম্পিউটারের টাইম সবসময় সঠিক হতে হবে। কখনো আপনার কম্পিউটারের সময় আগানো বা পিছানো যাবে না। এতে আপনার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এবং সফটওয়্যার চলবে না। আপনার টাইম জোন অনুযায়ী কম্পিউটারের সময় সঠিকভাবে সেট করুন।
ডাটা আপডেট না হলে চেক করে দেখুন আপনার কম্পিউটারের ফায়ারওয়াল সফটওয়্যার ব্লক করে রেখেছে কিনা। প্রয়োজনে ফায়ারওয়াল বন্ধ রাখুন কিংবা আনইন্সটল করে নিন।
সফটওয়্যারে লগইন করতে ডিফল্ট ইউজার নেম হল admin এবং কোন পাসওয়ার্ডের প্রয়োজন নেই। সরাসরি লগইন বাটনে ক্লিক করে সফটওয়্যার ব্যবহার করা শুরু করুন। আপনি চাইলে পরে যেকোন পাসওয়ার্ড সেট করে নিতে পারেন।
সফটওয়্যার ব্যবহার করে পরিপূর্ণভাবে লাভবান হতে চাইলে অবশ্যই ভিডিও টিওটোরিয়ালগুলো দেখুন।
Created with the Personal Edition of HelpNDoc: Full-featured Documentation generator