-
কিভাবে Fundamental Data অনুসারে সর্টিং করবেন?
কিভাবে ফান্ডামেন্টাল ডাটা দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে শেয়ারের লিস্ট দেখবেন
১) আপনি ইচ্ছা করলে যে কোন ফান্ডামেন্টাল ডাটা অনুযায়ী আপনার প্রাপ্ত লিস্ট কে সর্ট (Sort) করতে পারেন। যেমন নিচে ইপিএস (EPS) অনুযায়ী সিমেন্ট সেক্টর এর কোম্পানীগুলোর শেয়ার গুলোর অবস্থান Sort করতে নির্দিষ্ট কলামের উপর ১-২ বার ক্লিক করলেই যথেষ্ট।
২) নিচের চিত্রে নেট প্রফিট আফটার ট্যাক্স অনুসারে একই সেক্টর এর একই লিস্ট দেখতে পাচ্ছি। এখানে Lowest থেকে Highest প্রফিট অনুসারে দেখতে পাচ্ছি। যেকোন কলামের হেডার এ ক্লিক করলেই সেটা অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং আকারে সর্ট হবে।