-
কিভাবে ডাইরেক্টর % অনুসারে শেয়ার বাছাই করবেন?
কিভাবে ডাইরেক্টর % অনুসারে কোম্পানির শেয়ার আলাদা করবেন
ধরুন আপনি এমন শেয়ারের তালিকা করতে চাচ্ছেন যার ৮০% ই কোম্পানীর পরিচালকদের হাতে।
১) প্রথমে Smarter Stock সফ্টওয়্যার চালু করে কীবোর্ড থেকে F2 চাপুন।
২) এরপর Share হতে ডাইরেক্টর % (Director %) নির্বাচন করুন। Greater Than ( > ) নির্বাচন করে ৮০ লিখে সার্চ বাটন এ ক্লিক করলেই চলে আসবে ৮০% এর বেশী শেয়ার পরিচালকদের হাতে আছে এমন কোম্পানীগুলোর তালিকা।
Created with the Personal Edition of HelpNDoc: Free PDF documentation generator