-
কিভাবে স্মার্ট স্টক এ ক্যান্ডলস্টক প্যাটার্ন দেখবেন?
ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Candlestick Pattern) in Smarter Stock
Smarter Stock Software এ আপনি দরকারী সব ধরনের ক্যান্ডলস্টিক প্যাটার্ন দেখতে পারবেন। ক্যান্ডলস্টিক এর গায়ে লাল বা নীল রং এর টেক্সট আকারে দেখা যাবে কোন ক্যান্ডলস্টিক এর কি নাম। লাল ক্যান্ডলস্টিক বিয়ারিশ এবং নীল বুলিশ।
How to View Candlestick Chart ?
১। কীবোর্ড থেকে F1 Press করুন অথবা Company Analysis মেনু হতে Complete Analysis Select করুন।
২। Drop Down মেনু থেকে DSE অথবা CSE নির্বাচন করুন। এরপর যে কোম্পানির তথ্য আপনি জানতে চাচ্ছেন তা সিলেক্ট করুন
৩। এবার টপ মেনু বাটন থেকে Candlestick নির্বাচন করুন
দেখুন ক্যান্ডলস্টিক চার্ট শো করবে।
এবার ধরুন আপনি Marubozu এবং Doji Candlestick কোন কোন দিন হয়েছে দেখতে চাইছেন
নিচের টিঊটোরিয়াল এ দেখুন