-
কিভাবে রিয়েল টাইল ক্যান্ডলস্টিক বাই সেল সিগন্যাল দেখবেন?
কিভাবে রিয়েল টাইম Candlestick Pattern বাই সেল সিগন্যাল দেখবেন ?
Pattern Scanner Menu Option থেকে Buy Sell Signal Option টি সিলেক্ট করুন ।
এবার বাই সেল অপশন টিক মার্ক সিলেক্ট করে দিন। ক্যান্ডলস্টিক প্যাটার্ন টিক মার্ক সিলেক্ট করে দিন। এরপর পাশের ক্যান্ডলস্টিক সিলেক্টর বক্স থেকে All Select করুন। সবশেষে Find Buy Sell Signal বাটনে ক্লিক করুন।
এখন সব ধরনের ক্যান্ডলস্টিক প্যাটার্ন স্ক্যান করে বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডলস্টিক প্যাটার্ন যেই কোম্পানি গুলোতে দেখা যাচ্ছে সেগুলো দেখাচ্ছে ।